রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে পুঁজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়॥ লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে পুঁজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মোঃ ফারুক, তজুমদ্দিন প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপুঁজা সুন্দর ভাবে সমাপ্ত করার লক্ষ্যে তজুমদ্দিন উপজেলা পুঁজা উদ্যাপন কমিটির সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে তজুমদ্দিন পুলিশ প্রশাসন।
রবিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় থানা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার ১২টি পুঁজা মন্ডপের সভাপতি-সম্পাদকসহ হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তজুমদ্দিন থানা ওসি ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম কুদ্দুছ ভূঁইয়া। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ওবায়দুল্লাহ নাসিম, ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম, আনসার বিডিপি প্রশিক্ষক সিরাজুল ইসলাম, পুজা উদ্যাপন কমিটি সভাপতি বিমল বিশ্বাস, সম্পাদক খোকন চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ সভাপতি বিধূ ভূষন রায়, সম্পাদক বিরন নন্দী, প্রেসক্লাব সাবেক সভাপতি রফিক সাদী প্রমুখ।