বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনার অবদান অপরিসীম -এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনার অবদান অপরিসীম -এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন: ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মানোন্নয়ন করেছেন। উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। শেখ হাসিনার উদ্যোগে নারী শিক্ষা বৃদ্ধি পেয়েছে। ২৭ সেপ্টেম্বর বিকালে ডিজিটাল পার্ক সংলগ্ন মাঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধ বিধ্বস্ত দেশকে স্বল্পোন্নোত দেশে পরিনত করেন। শিক্ষা ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। শিক্ষার মানোন্নয়নে পিতা মুজিবের আদর্শে জননেত্রী শেখ হাসিনার অবদান অপরিসীম। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সরকারি শাহবাজপুর কলেজের উপাধ্যক্ষ মোঃ মাসুদ রেজা, মাধ্যমিক শিক্ষা মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ আলাউদ্দিন, প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক আবুল কালাম, সুপার মাওলানা মোঃ আল আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী রেজা মিয়া, যুগ্ম সম্পাদক দিদরুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিয়া, আবুল বাশার সেলিম, গোলাম মোস্তফা, ফরিদ উদ্দিন তালুকদার, শাজাহান প্রমুখ।