বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা করলেন - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা করলেন - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহনে শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সহ ম্যানেজিং কমিটির, সভাপতি ও সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।বুধবার বিকেল ৪ টায় সরকারী শাহাবাজপুর কলেজ সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩, লালমোহন ও তজুমুদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীর জনক শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরপর একসাথে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করে এদেশে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে উন্নত শিখরে পৌছে দিয়েছিলেন। ঠিক একই ভাবে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এক যোগে ২৬ হাজার রেজিঃ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করে লক্ষ্যাধিক শিক্ষক পরিবারের ভাগ্য উন্নয়ন করেছে। তিনি আরো বলেন সারাদেশের মত লালমোহনে গত ৮ বছরে প্রায় দেড় শতাধিক বিদ্যালয়ে আধুনিক ভবন নির্মান করেছি। তিনি আগামী নির্বাচনে শিক্ষক, অভিভাবকসহ ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সহয়োগিতা কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,,মহিলা ভাইচ চেয়ারম্যান মাসুমা খানম, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলীরেজা মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হেসেন সোহেল কালমা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, হাজী নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাকির হেসেন, উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা, ইউআরসির ইনষ্ট্রাকটর ইকবাল হেসেন ,সহকারী শিক্ষা অফিসার আশ্রাফ সহ প্রাথমিক বিদ্যালয়ের নের্তৃবৃন্দু।