মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » তিন দিনের সফরে লালমোহন ও তজুমদ্দিন যাচ্ছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
তিন দিনের সফরে লালমোহন ও তজুমদ্দিন যাচ্ছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন : দক্ষিণ বঙ্গ তথা ভোলা-৩ আসনের উন্নয়নের অগ্রদূত আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি তিন দিনের সফরে বুধবার তার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন আসছেন।
ঢাকা থেকে আজ সন্ধ্যায় নদী পথে রওয়ানা হয়ে আগামীকাল তিনি লালমোহনে নিজ বাস ভবনে পৌছাবেন।
জানা যায়, তিন দিনের সফরে এমপি শাওন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর, সোনাপুর, শম্ভুপুর, মলংচড়া ও চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায়ের সকল সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় সভা করবেন। এছাড়াও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন জায়গায় নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন, পাঁকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উন্নয়ন মেলার উদ্বোধন, তজুমদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়াম এর ভিত্তি প্রস্তর উদ্বোধন সহ এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন করবেন।
এমপি শাওনের আগমনের বার্তা শুনে তজুমদ্দিনে বিভিন্ন সংগঠন আলাদা আলাদা মিছিল বের করেন। হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলে অংশগ্রহণ করেন তজুমদ্দিন উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল স্তরের নেতাকর্মী। এসময় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে এমপি শাওন কে শুভেচ্ছা ও স্বাগতম জানান ।