মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা-৩ এমপি শাওনের নেতৃত্বে বিশাল ব্যবধানে বিজয়ের পথে আওয়ামীলীগ।।লালমোহন বিডিনিউজ
ভোলা-৩ এমপি শাওনের নেতৃত্বে বিশাল ব্যবধানে বিজয়ের পথে আওয়ামীলীগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : ভোলা-৩, লালমোহন ও তজুমুদ্দিন আসনে এমপি শাওনের নেতৃতেৃ বিশাল ব্যবধানে বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে আওয়ামীলীগ। দল প্রতিষ্ঠার পর থেকে বাববার নেতা পরিবর্তন হওয়ায় এ এলাকার আওয়ামীলীগ অনেকটা দূর্বল থাকলেও ২০১০ সালের ২৪ এপ্রিল উপ- নির্বাচনে এমপি শাওন নৌকার হাল ধরার পর থেকে এলাকার উন্নয়ন সহ সকল প্রকার সামাজিক কর্মকান্ডের কারনে লালমোহন ও তজুমুদ্দিনে আওয়ামী নেতাকর্মী সহ সকলের কাছে জনবান্ধব নেতা হিসেবে স্বীকৃত হয়ে উঠেছে । এলাকার বড় বড় অবকাঠামো, রাস্তাঘাট, ব্রীজ, পুল কালবাট সহ ব্যাপক উন্নয়ন করে লালমোহন কে মডেল উপজেলায় রুপান্তর করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এ নেতা।
এছাড়াও তিনি তার ৮ বছরে প্রায় ৯০ ভাগ এলাকাকে বিদ্যুতায়নের আওতায় এনে সকলের প্রিয়পাত্র হিসেবে সকলের কাছে খ্যাতি অর্জন করেছে। ২০০১ সাল থেকে চার দলীয় জোট সরকারের আমলে লালমোহন ও তজুমুদ্দিন সন্ত্রাসের যে জনপদে রুপান্তর হয়েছিল , এমপি শাওন সে জনপদকে শান্তির জনপদে রুপান্তর করে সকলের কাছে আস্থার পাত্র হয়ে উঠেন। তিনি বাজরে বাজারে নিজের নামে মাইকিং করিয়ে পিকনিক সহ যে কোন অনুষ্ঠানের নাম করে যে কেউ চাদাঁ দাবী করলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে ব্যাবসায়ীদের আহবান করেন। এ এলাকায় প্রায় কয়েকশ উঠান বৈঠক করে তিনি তৃন্যমূলের নেতাকর্মীদের সাথে আলাপ করে তাদের সমস্যা সমাধানের চেষ্ঠা করেন। এছাড়াও নেতাকর্মীরা অসুস্থ্য সহ কোন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তাদের চিকিৎসা নিজ খরচে নিজে তত্বাবধায়ন করার জন্য তার বিশেষ সুনাম রয়েছে। এমপি শাওনের এসকল কর্মকান্ডের জন্য তার প্রতি আস্থা রেখে বিএনপির বাঘা বাঘা নেতা সহ হাজার হাজার নেতাকর্মী নৌকার পতাকা তলে এসে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে। প্রায় গত এমাস পর্যন্ত লালমোহন ও তজুমুদ্দিনে এমপি শাওনের নেতৃত্বে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যাবধানে নৌকার বিজয় ছিনিয়ে আনার জন্য দুই উপজেলার আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে প্রতিদিন শোডাউন করে যাচ্ছে। এমপি শাওনের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন,শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা এমন শ্লোগানের পোষ্টাল, ব্যানারে লালমোহন বাজার ছেয়ে গেছে। প্রতিদিন লালমোহন ও তজুমুদ্দিনে উপজেলা সদর সহ প্রতিটি হাট বাজারে এমপি শাওনের নেতৃত্বের্র প্রতি আস্থা রেখে নৌকার মিছিল হচ্ছে। বলা যায় দল প্রতিষ্ঠার পর থেকে বর্তমানে এমপি শাওনের নেতৃতে ভোলা-৩, লালমোহন ও তজুমুদ্দিন অনেক শক্তিশালী। অন্যদিকে গত পাচঁ বছরে এ আসনে বিএনপি নেতাকর্মীরা একদিনের জন্যও একটা মিছিল করেনি। তাদের কোন সভা সমাবেশ নেই্ । অভ্যান্তরীন কোন্দলের কারনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক মন্ত্রী বিএনপির সহ সভাপতি মেজর হাফিজ এলাকায় আসতে পারেনি। এ কারনে বিএনপি নেতা কর্মীরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে এবং নির্বাচনী কোন কর্মকান্ডে তাদের দেখা যাচ্ছেনা বলে অনেকের ধারনা । এলাকার সাধারন জনগনের ধারনা আগামী একাদশ সংসদ নির্বাচনে এমপি শাওন নৌকার মাঝি হলে নৌকার বিজয় নিশ্চিত ।