সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমি বিরোধের ধরে মারপিট-আহত-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জমি বিরোধের ধরে মারপিট-আহত-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি : লালমোহনে জমি বিরোধের জের ধরে একজনকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরছকিনা গ্রামের ৫নং ওয়ার্ডের রানা গাজী বাড়িতে ২২ সেপ্টেম্বর শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, একই বাড়ির শাহবুদ্দিন ও মোতালেব গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলে আসছে। মোতালেব গংরা সুযোগ পেলেই বিভিন্ন অজুহাত ধরে শাহাবুদ্দিন ও তার পরিবার পরিজনদের ক্ষতি করার চেষ্টা করে। বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে ভয় ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে। ঘটনার দিন সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাবুদ্দিনের স্ত্রী রহিমা বেগমকে মোতালেবের স্ত্রী বিলকিছ ও মেয়ে রিক্তা এলোপাতারি পিটিয়ে আহত করে। শরীরের বিভিন্ন স্থান কামড় দিয়ে ক্ষত বিক্ষত করে। পরে আহত রহিমা বেগমকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। আহত রহিমা ন্যায় বিচার দাবি করেন।