রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ৬৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ৬৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে ৬৫পিচ ইয়াবাসহ আল আমিন(৪৫) ও আক্তার হোসেন(৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চরফ্যাশন থানা পুলিশ।
শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।আল আমিন রায়হান ওসমানী ওসমানগঞ্জ ৭নং ওয়ার্ডে মৌলভী আবুল খায়ের ওসমানীর ছেলে এবং আক্তার হোসেন একই এলাকার আবুল খায়ের মোল্লার ছেলে।
চরফ্যাশন থানার উপ-পরিদর্শক খায়রুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার জনতা বাজারের দক্ষিণে আলী একাব্বর মাঝি বাড়ির পশ্চিম পাশের রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন,গ্রেফতারকৃত আল আমিন ও আক্তার হোসেনকে আদালতে সোপর্দ করে ৫দিন রিমান্ড চাইলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।