শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রতিদিন ধরা পড়ছে ইয়াবা, পুলিশের সর্তক অবস্থান।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রতিদিন ধরা পড়ছে ইয়াবা, পুলিশের সর্তক অবস্থান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহনে প্রতিদিন ইয়াবার চালান ধরা পড়ছে। পুলিশ সতর্কতা অবস্থানের কারনে ইয়াবা সহ মাদক চোরাচালানকারীরা প্রতিনিয়ত পুলিশের হাতে আটক হচ্ছে। ২১ সেপ্টেম্ভর শুক্রবার স›ন্ধায় কর্তার হাট বাজারে রমাগঞ্জ হাইস্কুলের সামনে থেকে মামুন নামে এক ইয়াবা চোরা কারবারীকে ১শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে লালমোহন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের এসআই শহিদ, এ এস আই ইউছুফ, শওকত জামিল, গোলাম কিবরিয়া ও বশির অভিযান চালিয়ে তাকে আটক করে। মামুন চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুল শহিদের ছেলে। জানাযায় মামুন চট্রগাম থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের সুপার ভাইজার । এছাড়াও একই দিন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী এলাকায় অভিযান চালিয়ে এস আই মাহাবুব,, রাসেল, এএসআই গনেশ লিটন , মিজান মামুন অভিযান চালিয়ে মিরাজ(৩০),ও মনির (২৫) দুই জনকে ইয়াবা সহ আটক করে। সে প্রায় সময়ই চট্রগ্রাম থেকে ইয়াবা এনে এলাকায় বিক্রি করত। এছাড়াও গত ১৯ সেপ্টেম্ভর বুধবার ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি মানিক-৯, অভিযান চালিয়ে ঘাটের সর্দার ছিদ্দিক ফরাজীর ছেলে মনির কে ৫৪ পিচ ইয়াবা সহ আটক করে পুলিশ। থানা সুত্রে জানাযায় মনির ফরাজী ইয়াবার চালান নিয়ে ঢাকা থেকে এমভি মানিক -৯,লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওনা হয়।। গোপন সংবাদ পেয়ে লালমোহন থানা পুলিশ ণাজিরপুর লঞ্চঘাট এলাকা দিয়ে ট্রলার যোগে লঞ্চে অভিযান চালায়। আধাঘন্টা অভিযান চালিয়ে মনির ফরাজীকে ৫৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কোর্টে চালান করে। মামলা নং ১৯। এভাবে প্রায় প্রতিদিনই কমবেশি ইয়াবা চোরা কারবারী সহ সেবন কারীরা পুলিশের হাতে আটক হচ্ছে। হঠাৎ করে ইয়াবা ব্যাবসায়ীরা আবারো মাথাচারা দিয়ে উঠায় উদ্ভিগ্ন হয়ে পড়েছে সচেতন মহল। তবে লালমোহন থানা পুলিশ ও সতর্ক অবস্থানে থাকায় ইয়াবা ব্যাবসায়ীরা প্রতিদিনই ধরা পড়ছে। এব্যাপারে লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মীর খায়রুল কবির বলেন, ইয়াবা চোরা চালান কারীরা বিভিন্ন রুটে ইয়াবা নিয়ে আসার চেষ্টা করলেও তাদের পাকড়াও করতে পুলিশ অভিযান বৃদ্ধি করা হয়েছে। কোন ভাবেই লালমোহনে মাদক কারবারীদের ঠাই হবে না। এব্যাপারে স্থানীয় এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় ও ভোলা জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশ থাকায় আমারা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি।