
শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » তজুমদ্দিনে জনগণের সাথে এ কেমন তামাশায় মত্ত স্বাস্থ্য বিভাগ!! ।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে জনগণের সাথে এ কেমন তামাশায় মত্ত স্বাস্থ্য বিভাগ!! ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার তজুমদ্দিনের সাধারণ মানুষের সাথে এ কেমন তামাশায় মত্ত রয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসা সেবায় দীর্ঘদিন যাবৎ অবহেলীত এ উপজেলার মানুষ। স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে ঘুরে নিজের মতামত প্রকাশ করেছেন তজুমদ্দিন উপজেলার কৃতি সন্তান ও সাংবাদিক রফিক সাদী।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা বিশিষ্ট থেকে ৫০ শয্যা উন্নিত করা হয়েছে। শয্যা বাড়লেও ডাক্তার সংকটে ভুগে ডাক্তার ছাড়াই চলছে হাসপাতালের স্বাস্থ্য সেবা।
শনিবার বেলা সাড়ে ১১ টা হাসপাতালে গিয়ে দেখা যায় রোগীদের ব্যাপক ভীড়। কোথাও কোন ডাক্তার নেই। সব রোগী একসাথে ভীড় করছে জরুরি বিভাগ ১১ কক্ষের সামনে। স্বাস্থ্য সহকারি (স্যাকমো) ডাক্তার বিটন চন্দ্র কর জরুরি বিভাগের কক্ষে বসে বহিঃবিভাগের রোগীদের সামাল দিচ্ছন। স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা পালন করছেন প্রশাসনিক দায়িত্ব।
৯ নম্বর কক্ষে বসে রোগী স্লীপ দেখে বুঝ দিতেন সহকারী ডেন্টাল সার্জন ডাক্তার ফখরুল ইসলাম। তাকেও বদলি করে নেয়া হয়েছে চরফ্যাশন। তিনিও প্রস্তুতি নিচ্ছেন চলে যাওয়ার। ধার করা ডাক্তার মমিনুল ইসলাম গেছেন ছুটিতে।
তজুমদ্দিন হাসপাতালে কাগজে কর্মরত ডাক্তার আবদুল্যাহ আল মামুন প্রেষণে রয়েছেন লালমোহন। আরেক জন ডাক্তারকে তজুমদ্দিনে কর্মরত দেখিয়ে রেখেছেন বোরহানউদ্দিন।
অথচ তজুমদ্দিন হাসপাতালে ডাক্তারের অভাবে চিকিৎসা নিতে পারছে না সাধারণ রোগীরা।
হাসপাতালে নতুন ডাক্তার না দিয়ে চলতি মাসে বদলি করে নিয়ে গেছেন ডাক্তার মুজাহিদুল ইসলাম কে।
আন্তঃবিভাগ ও বহিঃবিভাগে প্রতিদিন রোগী আসে প্রায় তিন শতাধিক। ২৪ ঘন্টা খোলা জরুরী বিভাগ বেসামাল অবস্থা। অন্তঃসত্ত্বা সহ মহিলা রোগীদের নিয়ে পড়তে হয় অবর্ণনীয় ভোগান্তিতে।
সামান্য সমস্যাতেও যে কোন রোগীকে প্রেরণ করা হয় ভোলা হাসপাতাল।
এক কথায় তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে।
জনগণ বলছে স্বাস্থ্য বিভাগ কেন এই তামাশা করছে তজুমদ্দিনের মানুষের সাথে। ডাক্তার সংকট নিরসন করে এ উপজেলার সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সু-দৃষ্টি দেবেন কী স্বাস্থ্য বিভাগ। সু-দৃষ্টি কবে দেবেন, কবে নিশ্চিত হবে এ উপজেলার স্বাস্থ্য সেবা? প্রশ্ন এলাকাবাসীর।
সূত্র : সাদী নিউজ, তজুমদ্দিন