শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সাংসদ শাওনের পক্ষে লালমোহনে নৌকার মিছিল।। লালমোহন বিডিনিউজ
সাংসদ শাওনের পক্ষে লালমোহনে নৌকার মিছিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জয় ও তৃতীয়বারের মত আওয়ামীলীগ কে ক্ষমতায় আনতে প্রচারণামূলক মিছিল করেছে লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন নেতাকর্মী ও সমর্থকরা।
ভোলা ৩ লালমোহন তজুমদ্দিন আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র পক্ষে নৌকা প্রতীককে আবারো বিজয়ের আহবান জানিয়ে মিছিল করেছেন তারা।
শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লালমোহন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল শেষে থানা মোড় এলাকায় উপজেলা আওয়ামীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বর্তমান সাংসদ শাওনের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ , পৌর আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারেফ হোসেন সোহেল পৌর আ’লীগ সহসভাপতি মেজবা উদ্দিন আরজু, পৌর আ’লীগ দপ্তর সম্পাদক নিয়াজ মুসফিক, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি জিহাদ বীন হায়দার ডিকো, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মিজান হাওলাদার।
উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমীকলীগ সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক শিখা অাফরোজ, লালমোহন পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক সালমা জাহান বুলু, সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার ।