শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পবিত্র আশুরা পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে পবিত্র আশুরা পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সিরাজ মাসুদ ভোলার লালমোহনে যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়েছে। শুক্রবার জুমার নামায শেষে উপজেলার আশুলি এলাকার মিনার মসজিদ সংলগ্ন রশিদ মিয়ার বাড়িতে খাজা শহিদ চিশতির সভাপতিত্বে বয়ান করেন মিনার মসজিদের ইমাম মাওলানা মোঃ ফারুক, মাওলানা আবদুর রব, হাফেজ নুর ইসলাম।
বক্তরা হিজরি সাল অনুসারে ১০ মহরম কারবালায় হযরত মোহাম্মদ (সঃ) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি সবার সামনে তুলে ধরেন।
এ সময় অন্যান্যদের মধ্যে রশিদ মিয়া, ফয়েজ ফ্যাসন, মিন্টু মিয়া, আবু মিয়া, মোঃ কামাল, মোঃ জামাল, মোঃ বাচ্চু, মানবিধার কর্মী মোঃ জাকির জুয়েল, মোঃ জাফর ইকবাল,মিজান , মোশারেফ, গিয়াস, সমির দাস, মো: ইব্রাহীমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে খাজা শহিদ চিশতি বলেন,এই দিনে সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ন সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার্হ ঐক্য এবং ইমাম হোসেনের মৃত্যুর দিনটি নতুন প্রজম্মের কাছে তুলে ধরার জন্য আমরা প্রতি বছর পবিত্র আশুরা পালন করে থাকি। ভবিষ্যৎ এ ও পালন করবো ইনশল্লা।
পবিত্র আশুরা উপলক্ষে অসহায় ও এতিমদের মাঝে তবরক বিরতণ করা হয়।