বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌর ছাত্রলীগের মিছিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌর ছাত্রলীগের মিছিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন: লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনরে পক্ষে মিছিল করেছে লালমোহন পৌর ছাত্রলীগ। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে থানার মোড় উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনের থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহর লালমোহন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পৌর ছাত্রলীগের আহবায়ক মুর্তজা সজীবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলাম উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সোহেল প্রমুখ।