
বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | দক্ষিণ আইচা | দৌলতখান | বোরহানউদ্দিন | ভিডিও গ্যালারী | ভোলা | মনপুরা | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শিক্ষক কর্তৃক ছাত্রীর শ্লীতাহানী, ক্ষোভে ফুঁসছে অভিভাবকমহল (ভিডিও সহ)
লালমোহনে শিক্ষক কর্তৃক ছাত্রীর শ্লীতাহানী, ক্ষোভে ফুঁসছে অভিভাবকমহল (ভিডিও সহ)
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার লালমোহন-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীতাহানীর ঘটনাও অভিযুক্ত শিক্ষকের বহাল তবিয়তে থাকা নিয়ে ক্ষোভে ফুঁসছে অভিভাবকমহল।
উল্লেখ , গত শনিবার ১৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: মালেক এর উপর শ্লীলতাহানীর অভিযোগে এনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় অভিভাবকমহল। তারা বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষককে মারপিট করতে উদ্যত হন।
লালমোহন উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা জানান, ঘটনার তদন্তপূর্ব ব্যবস্থা নেয়া হবে।
কিন্তু অভিযুক্ত শিক্ষক এখনও বিদ্যালয়ে বহাল তবিয়তে থাকায় ক্ষোভে ফুঁসছে অভিভাবক ও স্থানীয় সচেতনমহল। অভিলম্বে অভিযুক্তের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা না হলে মানসিক চাপে থাকবে অভিযোগকারী শিক্ষার্থীরা। যা তাদের মেধা বিকাশে বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তাঁরা।