মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র কোর মাস্টার ট্রেইনার সনদ পেলেন লালমোহনের কৃতি সন্তান ও আ’লীগ নেতা ফারহাদ নাঈম।। লালমোহন বিডিনিউজ
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র কোর মাস্টার ট্রেইনার সনদ পেলেন লালমোহনের কৃতি সন্তান ও আ’লীগ নেতা ফারহাদ নাঈম।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আন্তর্জাতিক সংস্থা USAID and UKAID এর তত্ত্বাবধানেওয়াশিংটনভিত্তিক বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর মাধ্যমে ট্রেনিং অব ট্রেইনার্স প্রোগ্রাম অন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ভোটার আউটরিচ এন্ড পোলিং এজেন্টস সফলতার সহিত সমাপ্ত করায় কোর মাস্টার ট্রেইনার সনদ পেলেন ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান
ও আওয়ামী লীগ নেতা মো. ফারহাদ নাঈম।
গত ১৬ই সেপ্টেম্বর (রবিবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হল রুমে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সম্মানজনক সনদ প্রদান করা হয়।
বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের কে রাজনৈতিক বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের ৪০টি জেলার আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের ৪৩ জনকে প্রশিক্ষিত করে তাঁদের কে এই সম্মানজনক সনদ প্রদান করে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল। এর মধ্যে ঢাকা থেকে সনদ প্রাপ্ত হন পাঁচ জন। আর ঢাকার ৫জনের মধ্য থেকে এই সনদ অর্জন করেন দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান মো. ফারহাদ নাঈম।
সনদ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি কেটি ক্রোক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম পি, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ হাসান মাহমুদ এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন এবং দেশের ৪০টি জেলা থেকে আগত আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যগণ।
সনদ প্রাপ্তি নিয়ে জানতে চাইলে ফারহাদ নাঈম বলেন, দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করেছি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কে। তাঁদের প্রশিক্ষণ ও সনদ প্রদান, দলের একজন কর্মী হিসেবে দলের প্রতি দায়িত্বটা আরো বাড়িয়ে দিয়েছে।