শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে স্কুল ড্রেস ও ল্যাবটপ বিতরণ।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে স্কুল ড্রেস ও ল্যাবটপ বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ৮শ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস ও ল্যাবটপ ( কম্পিউটার) করা হয়েছে। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন। এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রশাসন এর উদ্যোগে এমন আয়োজন করা হয়। এ সময় এমপি মুকুল বলেন, বর্তমান সরকারই এক মাত্র শিক্ষার উন্নয়েনে যুগপোযোগী পদক্ষেপ নিয়েছে। প্রতি উপজেলায় সকল স্কুলকে ,মাল্টিমিডিয়ার আওতায় আনা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশের উন্নয়ন থমকে যাবে। দেশ ২শ বছর পিছে চলে যাবে। দেশের জনগনের উপর বিএনপির আস্তা ও বিশ্বাস নেই বলেই তারা বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। এ সময় উপজেলা নির্বাহী অফিস মোঃ আঃ কুদদূসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাহাজাদা তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আহমেদ উল্যাহ মিয়া প্রমুখ।