শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রধান শিক্ষককে ছাত্রী শ্লীলতাহানীর ঘটনাকে কেন্দ্র করে আক্রমন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রধান শিক্ষককে ছাত্রী শ্লীলতাহানীর ঘটনাকে কেন্দ্র করে আক্রমন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানীর ঘটনাকে কেন্দ্র করে অভিবাবকরা বিদ্যালয়ে ঘেরাও করে প্রধান শিক্ষককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ১৫ সেপ্টেম্ভর সকাল ১১ টায় বিদ্যালয় চলাকালীন সময় লালমোহন -২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: মালেককে ছাত্রী কে শ্লীলতাহানীর অভিযোগে প্রায় ২/৩শ মহিলা/পুরুষ অভিবাবক বিদ্যালয় প্রবেশ করে প্রধান শিক্ষককে মারপিট করে। একাধিক অভিবাবকরা তাকে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে হিচড়ে বের করে ধাক্কাতে থাকে। এদিকে বিদ্যালযের ৫ম শ্রেনীর একাধিক ছাত্রী অভিযোগ করে বলেন প্রায় সময়ই প্রধান শিক্ষক মালেক তাদের গায়ে অসংগত ভাবে হাত দেয়। এদিকে প্রধান শিক্ষক মালেক অভিবাকদের অভিযোগ সম্পর্কে কোন জবাব দিতে পারেনি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলী রেজা মিয়া, ব্যাপারটা অনেকেই আমাকে জানিয়েছে। এর আগেও উনার এরকম কথা শুনেছি। কর্তৃপক্ষ জেনে শুনে ব্যবস্থা নিবেন । এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ বলেন লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে । অন্যদিকে জেলা শিক্ষা অফিসার নিখির চন্দ্র বলেন , অভিযোগ সম্পর্কে তদন্ত সাপেক্ষ্য ব্যাবস্থা নেওয়া হবে। উল্লেখ তার বিরুদ্ধে এর পুর্বে ছাত্রী শ্লীলতাহানীর অভিযোগ রয়েছ্। যার কারনে যৌথ বাহিনীর কাছে একই অভিযোগে তিনি আটক হয়েছিলেন।