শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ডিসেম্বরের মধ্যেই লালমোহন কে ৯৫শতাংশ বিদ্যুতায়িত করা হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
ডিসেম্বরের মধ্যেই লালমোহন কে ৯৫শতাংশ বিদ্যুতায়িত করা হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ভোলা ৩ লালমোহন তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশ স্বাধীনের পর ৩৮ বছরে লালমোহন ও তজুমদ্দিন অনুন্নয়নের অন্ধকারে নিমজ্জিত ছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে বিশ^াস রেখে আপনারা আমাকে দু বার নির্বাচিত করেছিলেন। আমি লালমোহন কে ৮৫ ভাগ বিদ্যুতের আলোতে আলোকিত করেছি। বর্তমানে ৬০ হাজারের উপরে আমাদের বিদ্যুতের গ্রাহক সংখ্যা। আশা করি আগামী ডিসেম্বরের মধ্যেই তা ৯৫ শতাংশ গ্রাহককে বিদ্যুতের আওতায় আনতে পারবো। আজকে আমরা একটি তালিকার মাধ্যমে নতুন করে সাড়ে তিন হাজার গ্রাহকের মাঝে বিদ্যুত পৌছে দিচ্ছি। আজকের পর লালমোহনে গ্রাহকের সংখ্যা দাঁড়াবে ৬৩ হাজার।
শনিবার বিকেলে লালমোহন বাজার চৌরাস্তা এলাকায় শুভ বিদ্যুতায়ন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলহাজ¦ নুরুন্নবী চোধূরী শাওন। এলাকার রাস্তাঘাট পাকা থাক দুরের কথা, কাঁচা যেগুলো ছিল সেগুলোও হাঁটার অযোগ্য ছিল।
পড়ালেখা করার জন্য কোমলমতি শিশুদের প্রাথমিক বিদ্যালয়গুলো ছিল জড়াজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। কখন ভবনের ছাদ ধসে আহত হয় সন্তান সে আশংকায় থাকতেন অভিভাবক।
আজ আমি প্রায় প্রতিটি স্কুলকে আধুনিক ভবনে রুপান্তর করেছি।তিনি বলেন, আমার পূর্বে এ এলাকায় অনেক এমপি ছিলেন ।
সাংসদ শাওন বলেন, আমি লালমোহন বাজার ব্যবসায়ীদের কথা দিয়েছিলাম, বিএনপি জামাত জোট সরকারের আমলে আপনারা যে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ট ছিলেন আমি তা নির্মূল করবো। লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক কে দিয়ে বাজারে মাইকিং করে চাঁদা প্রদানে নিষেধ করেছি। কোন অনুষ্ঠানের কথা বলে কেউ যদি ১০টাকা ও দাবি করে তাকে প্রশাসনের কাছে সোপর্দ করার ঘোষণা দিয়েছি। আজ লালমোহন চাঁদাবাজ মুক্ত। মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে শাওন বলেন, মাদক থেকে বিরত থাকতে বলায় মাদকাসক্ত যুবকেরা আমাকে খারাপ ভাবতে পারে। আমি তাদের উদ্দেশ্যে বলব মাদক শুধু তোমাদের জীবনই নষ্ট করবেনা, তোমাদের কে সমাজ থেকে বিচ্ছিন্ন ও করে দেবে। মাদকাসক্ত হলে তোমরা কে বাবা কে মা কে গুরুজন সেই সম্পর্ক বুঝার ক্ষমতা হারিয়ে ফেলবে। তাই মাদকমুক্ত থেকে সমাজকে আলোকিত করতে নিজেকে নিয়োজিত করো।
আত্মীয়করণ সম্পর্কে সাংসদ শাওন বলেন, আমি আমার বংশ বা এলাকার বড় কোন বংশের লোকদের একক আধিপত্য বিস্তারের কোন সুযোগ দেইনি। আমার কাছে সকলেই সমান।