শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব - লালমোহনে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব - লালমোহনে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ,নুরুল আমিন : ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামী লীগ সরকার আমলে লালমোহনে খেলাধুলার পরিবেশ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা বানিজ্য করতে পারছেন। আমি খেলার মাঠ করে দিয়েছি। বিনোদন পার্ক করে দিয়েছি। ব্যাপক উন্নয়ন করেছি। ১৪ সেপ্টেম্বর বিকালে লালমোহন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শাওন আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব জুলফিকার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সোহেল, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে তিনি মারকাজুলুম উলুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী এতিম খানা, ক্বওমি মাদ্রাসা ও জামে মসজিদ ভবনের নির্মান কাজসহ কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করেন।