বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মরহুম আলম চৌধুরীর রুহের মাগফেরাতে দোয়া ও আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে মরহুম আলম চৌধুরীর রুহের মাগফেরাতে দোয়া ও আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আলম চৌধুরীর রুহের মাগফেরাতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মরহুম আলম চৌধুরী, মির্জাকালু কামিল ডিগ্রী মাদ্রাসার দীর্ঘ ৪০ বছর যাবৎ প্রতিষ্ঠাতা ও ওই ইউনিয়নের সফল ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করায় , গতকাল মির্জাকালু কামিল ডিগ্রী মাদ্রাসা কতৃক আয়োজনে দোয়া ও আলোচনা সভা হয়। দোয়া ও আলোচনা সভায় বাটামারা পীরসাহেব মাওলানা মোঃ মহিবুল্লাহ হুজুর মরহুমের রুহের মাগফেরাতে মোনাজাত ও দোয়া করেন । দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস, মরহুমের বড় ছেলে মোঃ শাহিন চৌধুরী, শিহান চৌধুরী, ওই ইউনিয়নের সকল মসজিদের ইমাম, মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য ২৬ শে আগষ্ট ২০১৮ ইং তারিখে, আলম চৌধুরী রাত ৯ টায় তার জামাতা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার এর বাসায় ইন্তেকাল করেন।