বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় কিশোরীদের পুষ্টি ও সামাজিক দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় কিশোরীদের পুষ্টি ও সামাজিক দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা, ভোলা :ভোলায় কিশোরীদের পুষ্টি ও সামাজিক দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কোস্ট ট্রাস্টের আয়োজনে বুধবার ভোলার খেয়াঘাট সড়কের হীড বাংলাদেশ টেকনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্র ইউপিপি উজ্জীবিত প্রকল্পের আওলতায়এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার ১২ টি কিশোরী ক্লাবের ২৫ জন কিশোরী এ প্রশিক্ষণে অংশ নেয়।
এসময় কিশোরীদের পুষ্টির চাহিদা পূরণ, বাল্যবিবাহ দূরকরণসহ বিভিন্ন সামাজিক দক্ষতায় তাদের ভূমিকা রাখার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কোস্ট ট্রাস্টের সহ সমন্বয়কারী খোকন চন্দ্র শীলের সভাপতিত্বে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সমন্বয়কারী ডা. মোঃ ফাইজুল তরিকুল চৌধুরী এ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন।