রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে আগুন লেগে ঘর পুড়ে ছাই।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে আগুন লেগে ঘর পুড়ে ছাই।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলা পরিষদের বিআরডিবি অফিসের পশ্চিম পার্শ্বে বোরহানউদ্দি প্রানী সম্পদ অধিদপ্তর এর কার্যালয়ে চাকুরীরত নাসির আহমেদ হাওলাদার এর একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা আনুমানিক সারে ১১ টার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সাথেই স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। এর মধ্যেই আগুনে ঘরটি পুড়ে যায়। চারদিকে ছড়িয়ে পরার আগেই বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা আরো জানান আগুনে পুড়ে ওই ঘরে থাকা ভাড়াটিয়া সহিদ এর একলক্ষ টাকার ক্ষতি হয়েছে। এবং ঘর মালিকের এক লক্ষ টাকার মালা-মাল ক্ষতি হয়।এ সময় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।