রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ভাষানচর এলাকায় ক্লিংকারবোঝাই জাহাজ ডুবি।। লালমোহন বিডিনিউজ
ভাষানচর এলাকায় ক্লিংকারবোঝাই জাহাজ ডুবি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চট্টগ্রাম : বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা ভাসানচরের অদূরে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকারবোঝাই ছোট আকারের একটি জাহাজের একাংশ ডুবে গেছে।
রোববার (৯ সেপ্টম্বর) সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আংশিক ডুবে যাওয়া জাহাজটির নাম ‘শেখ ফারদিন’। লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানান, দুর্ঘটনাস্থলের চার মাইল সামনে আরেকটি জাহাজ চালিয়ে তিনি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় জাহাজের তারবার্তায় তিনি খবর পান, এমভি শেখ ফারদিন জাহাজটি ডুবে যাচ্ছে। ডুবে যাওয়া জাহাজের নাবিক ও শ্রমিকেরা আশপাশের নৌযানে উঠে রক্ষা পান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম জানান, ভাসানচরের পাশে এক নম্বর বয়া থেকে এক নটিক্যাল মাইল পশ্চিমে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল চিহ্নিত করে দেওয়ার কাজ শুরু হয়েছে। আংশিক ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করতে মালিকপক্ষকে চিঠি দেওয়া হবে। দুর্ঘটনার বিস্তারিত কারণ খুঁজে বের করা হচ্ছে।