
রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা জেলা ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন।। লালমোহন বিডিনিউজ
ভোলা জেলা ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ভোলা রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাড. কামাল উদ্দিন সুলতানকে পুনরায় সভাপতি ও মো. ইউনুছ খানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে ভোলা রাইফেল ক্লাবে ভোলা জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন। কৃষিবিদ পরিষদের সভাপতি আলহাজ্ব এ্যাড. কামাল উদ্দিন সুলতানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি প্রলয় কুমার দে, আলমগীর হোসেন, মিলন চন্দ্র দে, নজরুল ইসলাম, আ.ক.ম মোস্তাফিজুর রহমান, তানজিলুর রহমান, বিরেন চন্দ্র দে, মনির হোসেন, বিকাশ চন্দ্র দাশ, সাব্বির হোসেন, আ. রাজ্জাক, নাসিমুল আসলাম প্রমুখ।
এ সময় ব্ক্তারা তাঁদের বক্তব্যে ডিপ্লোমা বৃষিবিদদের ২য় শ্রেণীর পদ মর্যাদাসহ বেতন স্কেল বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।