রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে স্কুল ছাত্রীকে ধর্ষণ“ বাচ্চা প্রসব।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে স্কুল ছাত্রীকে ধর্ষণ“ বাচ্চা প্রসব।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হারুনের হাটের, নতুন বাজার এলাকার আবদুল মান্নান এর ৮ম শ্রেণিতে পড়–য়া মেয়ে (১৬) কে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন একই এলাকার আব্দুর রশিদ এর ছেলে সোহেল।এ ঘটনায় মেয়েটি অন্তঃসত্তা হয়ে পড়ে।অতপর পুত্র সন্তানের মা হন । গত মঙ্গলবার বিকেলে ফুটফুটে এক পুএ সন্তান জন্ম হয়। ঘটনাটি বড় মানিকা ইউনিয়নে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর ধর্ষক সোহেল আতœগোপনে চলে যায়।এ ঘটনায় অভিযুক্ত সোহেলের বিচারের দাবি জানায় স্থানীয়রা। ঘটনার শিকার ওই ছাত্রী জানান , প্রতিবেশী আব্দুর রশিদ এর ছেলে সোহেল (২৫) এর সঙ্গে বিয়ের প্রলোভনে ওই ছাত্রীর দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে একাধীকবার শারিরীক সম্পর্ক সৃষ্টি করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্তা হয়ে পড়ে।বিষয়টি সোহেলকে জানালে সে বিয়ের নামে নানা তালবাহানা করেন।নিরুপায় হয়ে মেয়ের পরিবার স্থানীয় মেম্বার কে বিষয়টি জানান।ওই জনপ্রতিনিধি উভয় পরিবারের সাথে আলাপ করে সামাজিক ভাবে সমাধানের চেষ্টা করেন।ছেলের পরিবার রাজী না হওয়ায়, মেয়ের পরিবার বিপাকে পড়েন।অতপর অন্তঃসত্তা ওই কিশোরি পুত্র সন্তান জম্ম দেন।বর্তমানে পিতৃ পরিচয়ের দাবীতে বিপাকে পড়েন ওই পরিবার। স্কুল ছাত্রীর বাবা মন্নান জানান,নিরুপায় হয়ে আমি সোহেলকে বিয়ের প্রস্তাব দেই।এ ঘটনা শুনে সোহেলের পরিবার তাড়াহুড়া করে সোহেলকে অন্যত্র বিয়ে করান। স্থানীয় মোম্বার জাকির হোসেন জানান, আমার এলাকার স্কুল ছাত্রীকে ধর্ষণ করে বখাটে সোহেল, পরে স্কুল ছাত্রীর পেটে বাচ্চা হয়, স্কুল ছাত্রীর বাবা মন্নান সোহেলকে বিয়ের প্রস্তাব দেয়, পরে অন্যএ বিয়ে করে সোহেল ।, বর্তমানে সেহেল পালাতক রয়েছে।, স্কুল ছাত্রীর একটি পুত্র সন্তান হয়, আমরাও সোহেলের বিচার চাই। এব্যাপারে অভিযুক্ত সোহেল এর কাছে জানতে চাইলে তাকে খুজে পাওয়া যায়নি, সন্তান প্রসব হওয়ার পরে সোহেল পলাতক রয়েছে। তবে তার মা জানায়, আমার ছেলে সোহেলের সাথে ওই স্কুল ছাত্রীর সম্পর্ক ছিল। বিষয়টি জাকির মেম্বার বিচার করেছে। পরে আমার ছেলেকে দৌলত খানে বিয়ে করাইছি, বিয়ের আগে বাচ্চা হইছে ওই মেয়ে খারাপ, আমার ঘড়ে উঠামুনা।সোহেলের এলাকায় না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বলেন, এসব অসামাজিক কর্মকান্ডের সুষ্ঠু বিচার চাই।