শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল।। লালমোহন বিডিনিউজ
খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার ( ৮সেপ্টেম্বর ) সকাল পৌনে আটটায় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মিছিলটি বিএমএ ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ের দিকে এগিয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান নাদিমসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।