বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড।। লালমোহন বিডিনিউজ
বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তৃতীয় ধাপে জাতীয়করণে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে তৃতীয় ধাপে জাতীয়করণ বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করতে আসলে পুলিশ বাঁধা দেয়। এসময় শিক্ষকরা সরতে না চাইলে সেখান থেকে ৫ জনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন, আনোয়ার হোসেন ,বজলুল আমিন সরকার ,সিরাজগঞ্জের নীগার সুলতানা, এবং বেসরকারী প্রাইমারী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক লীনা রানি দাস।
আটকের সময় লীনা রানি দাস বলেন , আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এসেছি কিন্তু পুলিশ আমাদের অন্যায় ভাবে আটক করেছে। আমাদের গ্রেফতার করুক আর যাই করুক আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।
তবে তাদের আটকের কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান। তিনি বলেন, তাদের আটকের কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়া হয়েছে।