বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সিলেট ও রাজশাহী সিটি মেয়রদের শপথ গ্রহণ।। লালমোহন বিডিনিউজ
সিলেট ও রাজশাহী সিটি মেয়রদের শপথ গ্রহণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত দুই মেয়র শপথ গ্রহণ করেছেন।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করানো হয়।
গত ৩০ জুলাই সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হন।
অপরদিকে রাজশাহী সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে এক লাখ ৬৫ হাজার ৩৩২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।