সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু: লালমোহনে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ৩ টায় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও লালমোহন উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে লালমোহন সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ খেলায় সাতানী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ধলীগৌরনগর-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নয়ানীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। লালমোহন পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিয়াজ মুসফিকের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইচ চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম নবীন কাউন্সিলর, উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্রবালা । খেলায় আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নের্তৃবৃন্দু সহ সকল বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীর উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ বিতরন করেন।