রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বিএনপি নেতা ট্রুম্যানকে গ্রেফতারে জেলা যুবদলের নিন্দা ও প্রতিবাদ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় বিএনপি নেতা ট্রুম্যানকে গ্রেফতারে জেলা যুবদলের নিন্দা ও প্রতিবাদ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জেলা প্রতিনিধি: ভোলা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যানকে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদল।
রোববার(২সেপ্টম্বর) সকালে ভোলা জেলা যুবদলের সভাপতি মো.জামাল উদ্দিন লিটন ও সাধারন সম্পাদক আব্দুর কাদের সেলিম এক বার্তায় এই নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবাষির্কী পন্ড করার উদ্দেশ্যে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার নিঃশর্ত মুক্তি দাবী করছি
তারা আরো বলেন, কিছু ষরযন্ত্রকারী সরকারী দলের সাথে আপোষ করে সাজানো একটি ঘটনাকে কেন্দ্র করে বিএনপি’র নেতাকর্মীদের পুলিশ হয়রানী করছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করছি।