শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমি বিরোধের জের ধরে মারপিট,আহত-৭।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জমি বিরোধের জের ধরে মারপিট,আহত-৭।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ নুরুল আমিন: লালমোহনে জমি বিরোধের জের ধরে ৭জনকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফরাগঞ্জ ইউনিয়নের পেশকার হাট এলাকায় ৭নং ওয়ার্ডে ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ আঃ মোতালেব ও আঃ রব গংদের মধ্যে জমি বিরোধ চলে আসছে। মোতালেব গংদের জমি জোরপূর্বক আঃ রব গংরা ভোগ দখল করছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে এলাকায় বিচার শালিশি চলমান। কাগজপত্র পর্যালোচনায় আঃ রব গংরা জমি পাওনা হয় বলে জানান। শালিশ মারফত জমি মাপঝোপ করতে গেলে প্রতিপক্ষ আঃ রব, ইয়াছিন, ফারুক, ইলিয়াস, ইব্রাহীমসহ একদল ক্যাডার বাহিনী অতর্কিত হামলা করে এলোপাতারি পিটিয়ে ও কুপিয়ে সাতজনকে আহত করে। গুরুতর জখম ও আহত মোতালেব, শাজাহান, নাজমা, রুনা, ইউনুস, আঃ গনিকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয় এবং আহত সফিউল্লাহ্কে প্রাথমিক চিকিৎসা করা হয়। মারপিটের সময় হামলাকারিরা আহতদের সাথে টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করে ভুক্তভোগীরা। নির্যাতিতদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তারা। আহতরা ন্যায় বিচার দাবি করেন।