বুধবার, ২৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » মেঘনার জোয়ারে তলিয়ে গেছে বেতুয়া লঞ্চঘাট, যাত্রী দুর্ভোগ চরমে।। লালমোহন বিডিনিউজ
মেঘনার জোয়ারে তলিয়ে গেছে বেতুয়া লঞ্চঘাট, যাত্রী দুর্ভোগ চরমে।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার মেঘনা প্রবল জোয়ারে মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরের পর থেকেই তলিয়ে গেছে চরফ্যাসনের বেতুয়া লঞ্চ টার্মিনাল।
এতে লঞ্চে উঠতে গিয়ে কর্মস্থলে ফেরা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
বিশেষ করে বয়স্ক-শিশু ও অসুস্থরা লঞ্চ থেকে উঠা-নামা করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক বৃদ্ধ-শিশুকে লঞ্চে উঠতে দেখা গেছে অন্যের কোলে কিংবা কাঁধে চেপে।
একাধিক যাত্রী জানান, এই দুর্ভোগ দীর্ঘদিনের। কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এ কারণে ঢাকায় লঞ্চে যাতায়াত করতে বাড়ি থেকে ভিন্ন কাপড় আনতে হয় যাত্রীদের। লঞ্চে উঠে কাপড় পরিবর্তন করতে হয় যাত্রীদের। বেশি সমস্যা পড়তে হয় মহিলা, বৃদ্ধ এবং শিশুদের। মহিলারা কাপড় ভিজিয়ে লঞ্চে ওঠেন। পরনেই তাদের কাপড় শুকায়।
কয়েকজন যাত্রী জানান, ঘাটটি নিচু থাকার কারণে সামান্য জোয়ারে ডুবে যায়, এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। ঘাটটি আরো উঁচু হলে কিছুটা দুর্ভোগ কমতো।
বিআইডব্লিটিএ টার্মিনাল সহকারী আবুল বাশার বলেন, বার বার জোয়ারে বিধ্বস্ত হয়েছে, শিগগিরই ঘাট মেরামতের উদ্যোগ নেওয়া হবে।