মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » জ্যাকব টাওয়ারে মিলছে আকাশে উড়ার স্বাদ।।লালমোহন বিডিনিউজ
জ্যাকব টাওয়ারে মিলছে আকাশে উড়ার স্বাদ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ঈদের ছুটিতে শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছাকাছি উৎফুল্ল ভ্রমণ পিপাসুরা। এখন কুয়াকাটা, কক্সবাজারের মতো সারা দেশের পর্যটকদের পদচারণায় মুখরিত জ্যাকব টাওয়ার। পর্যটকরা যেন বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠেছেন। দেশের একমাত্র নদীবেষ্টিত ও সাগর মোহনায় গড়ে ওঠা দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে সুউচ্চ দৃষ্টিনন্দন এই জ্যাকব টাওয়ার। দক্ষিণ-পূর্ব এশিয়ার ২৩০ ফুট সুউচ্চ দৃষ্টিনন্দন টাওয়ারে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পেরে মুগ্ধ পর্যটকরা। প্রায় ২২৫ ফুট উঁচুতে অবস্থান করে যে কারো মনে হবে মেঘের ভেলায় ভাসছি, হাত বাড়ালেই পেঁজা তুলোর মতো মেঘ যেন ছোঁয়া যায়।
এ যেন আকাশে উড়ার স্বাদ নিচ্ছে সবাই। চোখ বন্ধ করে কান পাতলেই শোনা যাবে ঢেউয়ের গর্জন। টাওয়ার থেকে এর আশেপাশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছে পর্যটকরা। সাগরের উত্তাল ঢেউ, বিচ্ছিন্ন দ্বীপসমূহের নৈসর্গশোভিত সৌন্দর্য্য মন কেড়ে নেয় যে কারো। টাওয়ার থেকে খালি চোখে চারদিকে তাকালে দেখা মিলে সবুজের সমারোহ। এ যেন এক সবুজের দেশ। নিচের ছোট ছোট বাড়িঘর যেন শিশুদের খেলনার আসর। দূরবীক্ষণের মাধ্যমে দেখা মিলে সংরক্ষিত বনাঞ্চল চর কুকরি-মুকরির নয়নাভিরাম সবুজের সারি। স্বপ্নদ্বীপ মনপুরার চর পিয়াল। মনে হবে হাত বাড়ালেই ছোঁয়া যায় ঘন বনজঙ্গল। ডানে-বামে চোখ ফেরাতে ভেসে উঠে তারুয়া সৈকত। হাতিয়ার নিঝুম দ্বীপ আর বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি। কখনো কখনো দেখা মিলবে কুকরি মুকরি বনের মায়াবী হরিণের দেখা। এই টাওয়ারের উপর থেকে পর্যটকদের চোখ জুড়াবে চরফ্যাশনের দক্ষিণে বিশাল ম্যানগ্রোভ বনাঞ্চলসহ বিচ্ছিন্ন দ্বীপ সমূহের নৈসর্গশোভিত দিগন্ত রেখা। এখানে দিনের ও রাতের সৌন্দর্য্যের মধ্যে রয়েছে পার্থক্য। রাতে রং-বেরংয়ের আলোতে সুসজ্জিত আলোয় অন্যরকম দৃশ্য ধারণ করে ওয়াচ টাওয়ার। তখন টাওয়ার থেকে চারদিকে তাকালে দেখা মিলে আকাশের তারার মতো দূরে, বহু দূরে মিটমিটয়ে আলো জ্বলছে আবার নিভছে।
টাওয়ারের স্বপ্নদ্রষ্টা পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধুনিক সুউচ্চ টাওয়ার দেখতে দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসছেন। এরই মধ্যে দেশ-বিদেশে এই জ্যাকব টাওয়ারের সৌন্দর্য্যের সুনাম ছাড়িয়ে পড়ছে। বাংলাদেশে পর্যটন শিল্প আরেক ধাপ এগিয়ে যাবে।
বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের আদলে ভোলার চরফ্যাশনে দৃষ্টিনন্দন জ্যাকব টাওয়ার নির্মিত হয়। চলতি বছরের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ “জ্যাকব টাওয়ারের” উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। তবে সম্প্রতি বহির্বিশ্বে পর্যটকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এখন প্রতিদিনই এই ওয়াচ টাওয়ার দেখতে ভিড় জমায় বিদেশিরা।
পর্যটকদের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগের জন্য নির্মিত সুউচ্চ এই টাওয়ারের প্রতি তলায় ৫০ ও গোটা টাওয়ারে একত্রে ৫০০ দর্শক অবস্থান করতে পারবেন। টাওয়ারে পর্যটকদের ওঠানামার জন্য আছে আধুনিক স্বচ্ছ গ্লাসের ক্যাপসুল লিফট। দর্শনার্থীরা বাইরে থেকে টাওয়ারের সৌন্দর্য্য উপভোগ করতে পারেন ফ্রি। তবে প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য্য দেখতে ১০০ টাকার টিকিট কাটতে হয়।