সোমবার, ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে চাঁদা না দেয়ায় সংখ্যালঘু গ্যারেজ মালিককে পিটিয়ে জখম।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে চাঁদা না দেয়ায় সংখ্যালঘু গ্যারেজ মালিককে পিটিয়ে জখম।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে মোটর সাইকেল গ্যারেজ মালিক মাইকেল মজুমদারকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসের হাট বাজারে এ ঘটনা ঘটে। আড়ালিয়া গ্রামের পাটওয়ারী বাড়ির বিএনপি ক্যাডার মঞ্জু পাটওয়ারী ও যোবায়ের পাটওয়ারী ঐ দিন সকালে মাইকেলের ছোট ভাই জ্যাকসনকে গ্যারেজে পেয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না পেলে তাদের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে বলে শাসিয়ে যায়। এরই সূত্রধরে ঐদিন দুপুরে চাঁদা নিতে আসলে তা দিতে অস্বীকার করলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে চাঁদাবাজরা। এতে জ্যাকসন মজুমদার(২০), মাইকেল মজুমদার(২৩) ও গ্যারেজের কর্মচারী সজিব প্রচন্ড আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে মারাত্মক আহত মাইকেল মজুমদারকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মাইকেলের মা বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।