শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে স্টুডেন্ট ইউনিয়নের অনুষ্টান থেকে ডেকে নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে স্টুডেন্ট ইউনিয়নের অনুষ্টান থেকে ডেকে নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ :লালমোহন সদর গালর্স স্কুলের স্টুডেন্ট ইউনিয়নের অনুষ্টান থেকে ডেকে নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা করে ৭/৮ জন সন্ত্রাসী। শুক্রবার রাত ৮ টায় লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সালাম সনির ছেলে সোহেল স্থানীয় এমপির উপস্থিতিতে ¯টুডেন্ট ইউনিয়নের অনুষ্ঠানে যোগ দেয়। মাননীয় এমপি অনুষ্ঠান স্থল থেকে চলে যাওযার পর রাত অনুমান ৮ টার দিকে ওয়ের্স্ট্রান পাড়ার বাবুল মুন্সীর ছেলে রায়হান তাকে লোক দিয়ে ডেকে দত্ত পাড়ার মুন স্টুডিওর সামনে ৭/৮ জনে লাকড়ি দিয়ে সন্ত্রাসী কায়দায় মাথায় আঘাত করতে থাকে। সোহেল হাত দিয়ে ঠেকালে তার দুই হাতে অনেক ক্ষত হয়। রায়হান মাথায় আঘাত লাগাতে না পেরে সোহল কে এলোপাতাড়ী ভাবে মারতে থাকে।
জানাযায় রায়হান গত বছরের ২৭ সেপ্টেম্ভর তার মামাতো ভাইয়ের পক্ষ নিয়ে লোকজন সহ সনি বাড়ীতে গিয়ে হামলা করে । সোহেল, খোকন, মহিউদ্দিন সহ অনেক কে আহত করে। তারই জের ধরে আজ আবারো সোহেলের উপর হামলা করা হয় বলে সোহেল জানিয়েছে।
এব্যাপারে সোহেল বলে আমি সদর গালর্সে এমপি মহোদয়ের উপস্থিতিতে স্টুডেন্ট ইউনিয়নের অনুষ্ঠানে যোগ দেই। এমপি মহোদয় অনুষ্ঠান স্থল থেকে চলে যাওয়ার পর রাত ৮ টার দিকে রায়হান আমাকে লোক দিয়ে ডেকে নেয়। দত্ত পাড়ার মুন স্টুডিও এর সামনে রায়হান সহ ৭/৮ জন আমার উপর হামলা করে আমাকে লাকড়ি দিয়ে এলোপাতাড়ী ভাবে আঘাত কলে। আমার মাথায় আঘাত করলে আমি হাত দিয়ে ঠেকালে আমার দু হাত সহ সাড়া শরীরে ব্যাপক জখম হয়। বতমার্নে সোহেল লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
অন্যদিকে রায়হান বলে আমি আজ সারাদিনেও দত্ত পাড়ায় যাইনি, আমি তাকে মারিনি ।