
রবিবার, ১৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলদেশ উন্নয়নের রোল মডেল-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলদেশ উন্নয়নের রোল মডেল-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন : ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ১৯ আগস্ট রবি লালমোহন পৌরসভা ৪নং, বদরপুর ও ফরাজগঞ্জ ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, দলীয় অফিস ও উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এমপি শাওন বলেন, লালমোহনে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করেছি। শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছি। অসহায়দেরকে ঘর দিয়েছি। সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, ভারপ্রাপ্ত পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাউন্সিলর মনিরুজ্জামান খোকন, উপজেলা জেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর ইমাম হাওলাদার, সাধারন সম্পাদক আবুল হাসান রিমন, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান মাসুম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির বিশ্বাস, সাধারন সম্পাদক জসিম ফরাজি, শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত প্রমুখ।