রবিবার, ১৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তুচ্ছ ঘটনার জের ধরে মারপিট,আহত-৩।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে তুচ্ছ ঘটনার জের ধরে মারপিট,আহত-৩।।লালমোহন বিডিনিউজ
নুরুল আমিন, লালমোহন : লালমোহনে তুচ্ছ ঘটনার জের ধরে একই পরিবারের তিনজনকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় ৮নং ওয়ার্ডে ১৮ আগস্ট শনিবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, ৮নং ওয়ার্ডের ইলিয়াস মেস্তুরি বাড়ির হত দরিদ্র কৃষক বৃদ্ধ ইদ্রীস(৬৫) একই বাড়ির ধোলু মিয়ার থেকে জালা কিনে। কিন্তু ধোলু মিয়া উক্ত জালা বেশি দাম পেয়ে গোপনে অন্যজনের কাছে বিক্রি করে দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইদ্রিস ও তার দুই মেয়ে নার্গিস ও অস্টম শ্রেণিতে পড়ুয়া পান্নাকে ঘর থেকে টেনে নিয়ে ধোলু মিয়া ও তার চাচাত ভাই দুলু মিয়াসহ কয়েকজনে মিলে এলোপাতারি পিটিয়ে আহত করে। নার্গিস জানান, মারপিটের সময় আমার গলা থেকে আট আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত ইদ্রিস ও নার্সিসকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। পান্নাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। নির্যাতিত পরিবার এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন।