শনিবার, ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে জমি নিয়ে সংঘর্ষ,আহত-৩।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে জমি নিয়ে সংঘর্ষ,আহত-৩।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ষ্টাফ রিপোর্টার : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর জমি নিয়ে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-খোকন (৪৮) ওহিদ(৪৫) আলমগীর (৫০)।
শনিবার (১৮আগষ্ট) সকাল ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত খোকন জানান, শনিবার ভোরে পিতা আঃ জলিল বেপারীর ক্রয়সূত্রে মালিক দীর্ঘ প্রায় ৪০বছর পযর্ন্ত ভোগ দখলীয় জমি চাষ দিতে গেলে, বন্দোবস্তের অযুহাতে স্থানীয় আযাহার গংরা তাদের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায় খোকন ভাই ওহিদ ও চাষা আলমগীর আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সকাল ৮টার দিকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে চরফ্যাশন হাসপাতালের ডাক্তার সোভন বসাক এর চিকিৎসাধীন রয়েছেন।
খোকন আরো জানান, শশীভূষন থানার ডিউটি অফিসার এএসআই সুফিয়ানকে বিষয়টি অবহিত করা হয়েছে।