শনিবার, ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ঈদুল আযহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায় এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
ঈদুল আযহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায় এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : নিজ নির্বাচনী এলাকা ভোলা-৩ লালমোহন তজুমদ্দিনে সাধারণ মানুষের সাথে পবিত্র ঈদুল আযহা উদযাপন ও ঈদ আনন্দ ভাগাভাগি করতে ৭ দিনের সফরে লালমেহান পৌছেছেন আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় ঢাকা থেকে কর্ণফুলী-১২ লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হয়ে শনিবার সকালে লালমোহন মঙ্গলসিকদার ঘাটে পৌছান তিনি।
এসময় সাংসদ শাওনকে বরণ করতে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লঞ্চঘাট এলাকায় জমায়েত হয়।
শুক্রবার সন্ধ্যায় সাংসদ শাওনের আগমনে তাঁকে স্বাগত জানিয়ে লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও পৌর যুবলীগ আনন্দ মিছিল করে।
শনিবার সকালে নিজ নির্বাচনী পৌছেই জনকল্যাণে কর্মব্যস্ত হয়ে পড়েন তিনি।
লালমোহন পৌরসভা কর্তৃক দুস্থদের মাঝে খাদ্য শস্য বিতরণ,
লালমোহন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় সহ জননেত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য নিয়ে মিডিয়ার মুখোমুখি হওয়া,
তজুমদ্দিন উপজেলাধীন উপজেলা পরিষদ পুকুরে রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ করেন তিনি।