বুধবার, ১৫ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জাতির জনকের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে জাতির জনকের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাটামারা পীর কেবলা মাও মো: মহিবুল্যাহ।
এরপর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: জসিম উদ্দিন হায়দারসহ পৌর মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মো:আ:কুদদূস এর নেতৃত্বে বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা চত্বর থেকে একটি বিশাল শোক র্যালী বের হয়। র্যালীটি পৌরবাজারের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিন করে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেণ উপজেলা প্রশাসন , উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ নির্বাহি কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আহমেদ উল্যাহ মিয়া, অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, যুবলীগ সম্পাদক ইসমাইল খান, সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ আলী হীরা প্রমুখ। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।