মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চট্টগ্রামে আদালত থেকে আসামীর পলায়ন।। লালমোহন বিডিনিউজ
চট্টগ্রামে আদালত থেকে আসামীর পলায়ন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চট্টগ্রাম প্রতিনিধি : আদালত থেকে পালিয়েছে মাদক মামলার এক আসামি।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে মাসুদ রানা নামে এই আসামি পালিয়ে যান।
রানা গত ১৭ জুলাই আকবর শাহ থানা এলাকায় মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ জানান, পলাতক মাসুদ রানাসহ তিনজনকে ইয়াবা উদ্ধারের মামলায় রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা আকবর শাহ থানার এসআই ফখরুল ইসলাম। নির্বাহী হাকিম শফি উদ্দিন তাকে অতিরিক্ত উপ-কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
পুলিশ কর্মকর্তা শাহাবউদ্দিন বলেন, “তদন্ত কর্মকর্তা তিন আসামিকে নিয়ে অতিরিক্ত উপ কমিশনারের কক্ষে যাওয়ার পথে মাসুদ রানা হ্যান্ডকাফ খুলে দৌড়ে পালিয়ে সাধারণ লোকজনের সাথে মিশে গিয়ে পালিয়ে যায়।” মাসুদ রানাকে পুনরায় ধরতে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।