মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা বশির মিয়ার ১৭তম মৃত্যু বার্ষিকি পালিত।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা বশির মিয়ার ১৭তম মৃত্যু বার্ষিকি পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: সোমবার বিকালে বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি,বীরমুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।বাদ আছর বড়মানিকা ইউনিয়নের শানু মিয়া বাড়ীর দরজায় তার প্রতিষ্ঠিত“বশির আহমেদ মিয়া হাফেজিয়া মাদরাসার মাঠে”আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। বশির মিয়া স্মৃতি সংসদের আয়োজনে সংস্থার সভাপতি মাকসুদুর রহমান পিন্টুর সভাপতিত্বে মরহুমের বণাঢ্য জীবনের উপর আলোচনা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন পৌর মেয়র মো: রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহি কর্মকর্তা মো:আ:কুদদূস,মরহুমের জ্যেষ্ঠ ছেলে উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, মেঝ ছেলে উপজেলা আ”লীগ সহ সভাপতি জহির উদ্দিন বাবর, উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন ,কুতুবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন ভূঁইয়া, যুবলীগ সম্পাদক ইসমাইল হোসেন খান, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ আলী হিরা প্রমুখ। উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়া দীর্ঘ ৩৮ বছর বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ২০০১ সালের এই দিনে তিনি দিল্লীর একটি হাসপাতালে সবাই কে কাঁদিয়ে বিদায় নেন।