রবিবার, ১২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | রাজধানী | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বঙ্গমাতার আদর্শ লালন করে নারী সমাজকে এগিয়ে যেতে হবে-বি জহির।। লালমোহন বিডিনিউজ
বঙ্গমাতার আদর্শ লালন করে নারী সমাজকে এগিয়ে যেতে হবে-বি জহির।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর আদর্শকে বুকে ধারণ করে দেশের নারী সমাজকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ভোলা ৩ লালমোহন ও তজুমদ্দিনের সাবেক দোয়া প্রার্থী বি জহির।
শনিবার (১১ আগষ্ট) বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮ তম জন্মবার্ষিকী স্মরণে ও চলমান রাজনীতির বিষয়ে এক আলোচনা সভায় অতিথি বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গমাতা ছিলেন জ্ঞান পিপাসু।
পাশাপাশি দেশের সকল রাজনৈতিক নেতাদের স্ত্রীদের কেও বঙ্গমাতার আদর্শে আদর্শবান হওয়ার আহবান জানান বঙ্গ জহির।
বঙ্গমাতার জন্মবাষির্কীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু। বঙ্গবন্ধু একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহমেদ রনি অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন।