
রবিবার, ১২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | সর্বশেষ » আগামী নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির কোন পথ নেই-বাণিজ্যমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
আগামী নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির কোন পথ নেই-বাণিজ্যমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিএনপির কোনো পথ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার (১২ আগষ্ট) দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ঝাং জুওকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিকল্প কিছু নেই। কারণ নির্বাচন না করে আবার সেই ২০১৩-১৪ মতো যদি জ্বালাও-পোড়াও করতে যায়, বিএনপি নামক রাজনৈতিক দলটি তখন গভীর সংকটে পড়বে।
জাতীয় নির্বাচনে সব দল অংশ নেবে আশা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তফসিল ঘোষণার পরে সব রাজনৈতিক দল তৎপর হবে।
এ সময় নির্বাচন সংবিধান অনুসারে হবে বলেও জানান তোফায়েল আহমেদ।