শুক্রবার, ১০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ওসি প্রত্যাহার।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ওসি প্রত্যাহার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনের উপজেলার দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে প্রত্যাহার করে ভোলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
শুক্রবার ভোলার পুলিশ সুপার মোক্তার হোসেন এ সত্যতা নিশ্চিত করে বলেন প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, দক্ষিণ আইচা থানার ওসি হাবিবুর রহমান ঘুষ- দূর্নীতিসহ নানান অনিয়মের কারণে এলাকায় বির্তকিত। সর্বশেষ ৮ আগষ্ট বৃহম্পতিবার ওসির সাথে এক নৌ-সেনা সদস্যের মারামারির ঘটনা ঘটে। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে।
বৃহষ্পতিবার পুলিশ হেডকোয়াটারের অনুমোতিক্রমে ভোলা জেলা পুলিশ সুপার মোক্তার হোসেন তাকে শুক্রবার পুলিশ লাইনে সংযুক্ত এবং ১০ আগষ্টের মধ্যে রিপোর্ট করার জন্যে নির্দেশ প্রদান করা হয়। এ প্রসংগে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান, বিষয়টি পুলিশ সুপার জানেন।
সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মিজানুর রহমান বলেন, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানকে প্রশাসনিক কারণে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। সংগত কারণে ওই থানার নতুন ওসি না আসা পযর্ন্ত পরিদর্শক তদন্ত এমাদুল করিম দায়িত্ব পালন করবেন।
এদিকে দক্ষিণ আইচা থানার ওসি হাবিবুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।