বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » একাদশ সংসদ নির্বাচনে আ’লীগ বিপূল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে-এমপি মুকুল।।লালমোহন বিডিনিউজ
একাদশ সংসদ নির্বাচনে আ’লীগ বিপূল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে-এমপি মুকুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা ভোলা : ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপূল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে। শেখ হাসিনা প্রধান মন্ত্রীত্বের হেট্রিক মর্যাদা অর্জন করবেন।
বৃস্পতিবার বিকেলে ভোলা দৌলতখান উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি ছাত্র ছাত্রীদের সাম্প্রতিক আন্দেলনকে যৌক্তিক হিসেবে আক্ষায়িত করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাদের সকল দাবি মেনে নিয়ে মন্ত্রিসভায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুমোদন করেন। এরপরও স্বাধীনতাবিরোধী সুযোগ সন্ধানী একটি কুচক্রীমহল রাজনীতির মাঠে ঘোলা পানিতে মাছ শিকারে নেমে পড়েছে। তাদের এ চক্রান্ত হালে পানি পায়নি।
উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মনজুরআালম খানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ বাবুল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, যুবলীগ সম্পাদক ও হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খোকন, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল খালেক, যুগ্ম সম্পাদক গোলাম মোর্শেদ কিরন, সাংগঠনিক সম্পাদক গোলাম নবী নবু প্রমুখ।