সোমবার, ৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ অফিসে ককটেল বিস্ফোরণ।। লালমোহন বিডিনিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ অফিসে ককটেল বিস্ফোরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে তিনজন আহত হয়েছেন। এ সময় দুটি তাজা ককটেলসহ আলামত সংগ্রহ করা হয়।
সোমবার (৬ আগষ্ট) ভোর ৩টার দিকে উপজেলার শরীফপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কশির মিয়া, রমজান মিয়া ও গোলাপ মিয়া। আহতদের ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শরীফ হোসেন জানান, রোববার দিনগত রাত ৩টা দিকে শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। শরীফপুর ইউনিয়নের বিএনপি-জামায়াতের লোকজন এ হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে আশুগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুটি তাজা ককটেল ও আলামত সংগ্রহ করেছে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্তকাজ শুরু করেছি। তবে কী কারণে, কেন এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না।