সোমবার, ৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মৎস্যজীবি নারীদের মৌলিক শিক্ষার স্কুল উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
ভোলায় মৎস্যজীবি নারীদের মৌলিক শিক্ষার স্কুল উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা : ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর মৎস্যজীবি নারী কল্যাণ সমিতির নারী সদস্যাদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে মৌলিক শিক্ষার স্কুলের যাত্রা শুরু হয়েছে।
রবিবার (৫আগষ্ট) বিকেলে ইউএসআইডির অর্থায়নে কোস্ট ট্রাস্ট ইকোফিশ প্রকল্পের মাধ্যমে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালিকির্তি, দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মেদুয়া ও বৈকণ্ঠপুর এলাকায় তিনটি মৌলিক শিক্ষা স্কুল উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কোস্ট ট্রাস্ট ইকোফিশ প্রকল্পের সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম।
কোস্ট ট্রাস্টের সহ সমস্বয়কারী টিএস মোঃ সোহেল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথর ছিলেন, ওয়াল্ড ফিশের রির্সাস এ্যাসোসিয়েড অংকুর মোহাম্মদ ইমতিয়াজ জামান প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে ভোলার বিভিন্ন ইউনিয়নের মহিলা ইউপি সদস্য, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ স্কুলের মাধ্যমে ভোলার নারী মৎস্য কল্যাণ সমিতির দলের সদস্যদের নিরক্ষর নারীরা মৌলিক শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যবসার উন্নয়ন করবে। এছাড়াও তারা তাদের সন্তানদেরকে শিক্ষা প্রদান করতে পারবে।
কোস্ট ট্রাস্ট ইকোফিশ প্রকল্পের সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম বলেন, এ তিনটিসহ আগামী ৭ দিনের মধ্যে ভোলা জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো ১৭ টি স্কুল উদ্বোধন করা হবে। ২০ টি মৌলিক শিক্ষা স্কুলে ৬০০ নারী শিক্ষার সুযোগ পাবে। তিনি আরো বলেন, পরবর্তীতে আরো স্কুল স্থাপন করা হবে।