
শুক্রবার, ৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » টাঙ্গাইলে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ।। লালমোহন বিডিনিউজ
টাঙ্গাইলে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, টাঙ্গাইল : এবার ট্রাকচাপায় প্রাণ গেল সাদিয়া জাহান (১৫) নামে এক স্কুলছাত্রীর।
শুক্রবার (৩ আগষ্ট) সকাল সাড়ে নয়টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও বেলতলী গ্রামের আজহারুল ইসলামের মেয়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।
জানা যায়, সাদিয়া ওই পথে নানী বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে একটা ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। হেলপারকে আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছেন চালক। তাকে আটকের চেষ্টা চলছে। বিক্ষোভরতদের সঙ্গে আলাপ আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও হচ্ছে বলেও জানান তিনি।