বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সাংসদ পঙ্কজ দেবনাথের গাড়ি অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।। লালমোহন বিডিনিউজ
সাংসদ পঙ্কজ দেবনাথের গাড়ি অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : শনির আখড়ায় গাড়ির লাইসেন্স দেখাতে না পারায় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
সাংসদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানাতে থাকেন শিক্ষার্থীরা।
পরে ড্রাইভিং লাইসেন্স ও ইন্স্যুরেন্স আপডেট না থাকার অভিযোগে পুলিশ মামলা দায়ের করলে সাংসদের গাড়িটি ছেড়ে দেন শিক্ষাথীরা।
এদিকে অবরুদ্ধ সাংসদকে মুক্ত করতে কদমতলী থানা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল ইসলাম রাজীব এগিয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়লে এক পর্যায়ে তাকে বেদম মারধর করা হয়। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শনিরআখড়া দনিয়া স্কুলের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।