বুধবার, ১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সর্বশেষ » ৯ দফা বাস্তবায়ন না হলে ঢাকা অচলের ঘোষণা শিক্ষার্থীদের।। লালমোহন বিডিনিউজ
৯ দফা বাস্তবায়ন না হলে ঢাকা অচলের ঘোষণা শিক্ষার্থীদের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা: ২ আগষ্ট বৃহস্পতিবার দুপরের মধ্যে ৯ দফা বাস্তবায়ন না করলে ঢাকা অচলের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার শাহবাগে অবরোধ ও বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
যে ৯ দফা দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা সেগুলো হচ্ছে-
১. বেপরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই বিধান সংবিধানে সংযোজন করতে হবে।
২. নৌপরিবহন মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৩. ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না।
৪. বাসে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না।
৫. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. প্রত্যেক সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার দিতে হবে।
৭. সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে।
৮. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের নিতে হবে।
৯. শুধু ঢাকা নয়, সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।
আন্দোলনকারীদের পক্ষে হাসিব হাসান নামে এ শিক্ষার্থী বলেন, ‘২ আগষ্ট বৃহস্পতিবার ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে।
এছাড়া শাহবাগেও অবস্থান নেবে শিক্ষার্থীরা। যদি দুপুর ১২টার মধ্যে আমাদের দাবি না মানা হয় তবে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘বাংলাদেশের সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, ফেসবুকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামে একটি গ্রুপ খোলা হবে। সেখানেই সব ঘোষণা দেওয়া হবে।